মমতার সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনে শোভনের প্রত্যাবর্তন, এনকেডিএ চেয়ারম্যান পদে নিয়োগ প্রাক্তন মেয়রকে

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 142
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ সাত বছর পর আবার প্রশাসনে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে, তাঁকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র নতুন চেয়ারম্যান করা হয়েছে। এত দিন এই দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মাত্র ৪৮ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিঙে সাক্ষাৎ করেছিলেন শোভন। তাঁর সঙ্গেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শোভন জানিয়েছিলেন, সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা তাঁর রয়েছে। অবশেষে এনকেডিএ চেয়ারম্যান পদে নিয়োগের মধ্য দিয়ে প্রশাসনে শোভনের প্রত্যাবর্তন নিশ্চিত হলো।