১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার সহ প্রাণ হারালেন ৪০ জন

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 212

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ ও হারুন। হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে পাকিস্তানি বিমানবাহিনী বেসামরিক আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে, যেখানে নারী ও শিশুদের মৃত্যুও ঘটে।

ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নভেম্বরে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এসিবি এক বিবৃতিতে এই হামলাকে “কাপুরুষোচিত ও মানবতাবিরোধী” বলে নিন্দা জানিয়ে জানায়, “আমাদের নাগরিক ও খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় প্রশাসনের মতে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার সহ প্রাণ হারালেন ৪০ জন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ ও হারুন। হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে পাকিস্তানি বিমানবাহিনী বেসামরিক আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে, যেখানে নারী ও শিশুদের মৃত্যুও ঘটে।

ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নভেম্বরে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এসিবি এক বিবৃতিতে এই হামলাকে “কাপুরুষোচিত ও মানবতাবিরোধী” বলে নিন্দা জানিয়ে জানায়, “আমাদের নাগরিক ও খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় প্রশাসনের মতে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে।