বিশ্ব পেনশন সূচকে ভারতের অবস্থান তলানিতে, প্রবীণদের জন্য উদ্বেগজনক চিত্র!

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 67
পুবের কলম, ওয়েবডেস্ক: অবসরজীবনের ভরসা পেনশন— কিন্তু ভারতে সেই ‘ভরসা’ এখন নড়বড়ে। সদ্য প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল পেনশন ইনডেক্সে ভারতের অবস্থান তলানিতে। মার্কিন সংস্থা মার্সার সিএফএ ইনস্টিটিউটের রিপোর্টে দেখা গিয়েছে, ৫২টি দেশের মধ্যে ভারত পেয়েছে মাত্র ৪৩.৮ পয়েন্ট, ফলে স্থান হয়েছে ‘ডি’ গ্রেডে, যেখানে বিশ্ব গড় স্কোর ৬৪.৫।
মূলত পেনশনের পর্যাপ্ততা, স্থায়িত্ব এবং গ্রহণযোগ্যতা — এই তিন মানদণ্ডে সমীক্ষা চালানো হয়। ‘অ্যাডিকোয়েসি’ বা পর্যাপ্ততার দিক থেকে ভারতের অবস্থা সবচেয়ে খারাপ, স্কোর মাত্র ৩৪.৭ (ই গ্রেড)। প্রবীণদের আয় সীমিত, সামাজিক সুরক্ষা অপর্যাপ্ত এবং অসংগঠিত শ্রমিকরা পেনশন সুবিধা থেকে বঞ্চিত। ‘সাসটেনেবিলিটি’-তেও ভারত পেয়েছে ৪৩.৮ পয়েন্ট, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ঘাটতি নির্দেশ করে।
অন্যদিকে, ‘ইন্টিগ্রিটি’ বা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কিছুটা স্বস্তি— এখানে ভারতের স্কোর ৫৮.৪ (সি গ্রেড)। রিপোর্ট বলছে, পেনশন কাঠামো ও সামাজিক সুরক্ষায় বড় সংস্কার ছাড়া প্রবীণদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
বিশ্বে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস (৮৫.৪), আইসল্যান্ড (৮৪), ডেনমার্ক (৮২.৩) এবং সিঙ্গাপুর (৮০.৮) — এরা সবাই ‘এ’ গ্রেড পেয়েছে, কারণ তাদের পেনশন ব্যবস্থা স্থিতিশীল, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক। ভারতের ক্ষেত্রে বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত — প্রচার আছে, কিন্তু পরিকাঠামো ও পরিষেবায় ভয়াবহ ঘাটতি।