যুদ্ধবিরতির পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 131
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গাজার মসজিদগুলোতে একসঙ্গে ধ্বনিত হলো আজানের সুর। শুক্রবার ক্ষতবিক্ষত শহর জুড়ে হাজারো ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নেন।
যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বহু মানুষ অর্ধভাঙা মসজিদে, কেউ খোলা আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। স্থানীয় বাসিন্দা গালিদ আল-নিমরা বলেন, “দুই বছরের বিচ্ছিন্নতার পর একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”
হামাসের তথ্যমতে, গাজার ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১৬০টিই আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ভগ্নাবশেষ মসজিদেও শত শত মুসল্লি দোয়ায় মগ্ন হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে এই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক থাকলেও, গাজার মানুষের প্রার্থনায় এখন একটাই আশা-শান্তি ও পুনর্গঠন।