খড়দহের ইশ্বরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 118
ভোররাতে খড়দহের ইশ্বরীপুরে একটি রংয়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে আচমকা কারখানায় আগুন লাগে। কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।
আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে তৎপরতা।
দমকল সূত্রে জানা গেছে, আগুনের উৎসস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পাঁচিল ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখনো পর্যন্ত ভিতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত নয়।
এদিকে, আগুনের কারণে ইশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন বারাকপুরের পুলিশ কমিশনার, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
দমকলের এক আধিকারিক জানান, “রংয়ের কারখানায় থাকা রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। পাশের গেঞ্জি কারখানার আগুন নিয়ন্ত্রণে আসলেও মূল কারখানার আগুন নেভাতে আরও সময় লাগবে।”