২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে বৈঠক নির্বাচন কমিশনের

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 91
ভাইফোঁটার উৎসবের মধ্যেই রাজনীতির মঞ্চে চাঞ্চল্য। দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের হঠাৎই দিল্লিতে দু’দিনের বৈঠকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। বুধবার ও বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে, এমনই জানিয়েছে কমিশন। সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ভোটার তালিকা সংশোধন ও বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)।
রাজনৈতিক মহলের ধারণা, বিহারের ভোট নির্ঘণ্ট ঘোষণার পর এবার বাংলাতেও নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করছে কমিশন। আগামী সাত মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তাই এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। এই প্রক্রিয়ায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা তুলনা করে দেখা হবে পরিবর্তন।
Tag :