কাশ্মীরি ফারহানা ভাটকে ‘সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত, নিন্দা সর্বত্র

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 86
পুবের কলম, মুম্বাই: দেশে মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে। এরমধ্যে সবচেয়ে বেশি অসহিষ্ণুতার স্বীকার হচ্ছেন কাশ্মীরিরা। লেখক এবং ট্যালেন্ট ম্যানেজার রোশন গ্যারি ‘বিগ বস ১৯’ এর প্রতিযোগী ফারহানা ভাটকে “সন্ত্রাসী” বলে দাঁগিয়ে দিয়েছেন। শুধুমাত্র কাশ্মীরি হওয়ার কারণে ফারহানাকে ‘সন্ত্রাসী’ দাঁগিয়ে দেওয়া হয়েছে। গ্যারির এই ধরণের মন্তব্যে তীব ক্ষোভের জন্ম দিয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরের বাসিন্দা ফারহানা ভাট বেশ কয়েকটি চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এখনও বিনোদন জগতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁকে ‘সন্ত্রাসী’ বলে দাঁগিয়ে দেওয়ার ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। গ্যারির ঘৃণামূলক বক্তব্যের সমালোচনা করেছেন তারা।
কাশ্মীরিয়াতের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস প্রতিযোগী আমাল মালিকের খালা গ্যারি ফারহানাকে “দুষ্ট” এবং “সন্ত্রাসী” হিসাবে বর্ণনা করেছিলেন। গ্যারির এই মন্তব্য রিয়েলিটি শোয়ের বাইরেও বির্তকের সৃষ্টি করেছে। সমালোচকরা বলছেন, ফারহানাকে “সন্ত্রাসী” বলা নৈতিক সীমানার অতিক্রম। কাশ্মীরিদের বিরুদ্ধে ক্ষতিকারক স্টেরিওটাইপকে আরও জোরদার করেছে এই ধরণের ঘৃণামূলক বক্তব্য। অ্যাক্টিভিস্ট এবং নেটিজেনরা এই মন্তব্যকে ইসলামোফোবিক এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। এক এক্স ব্যবহারকারী ক্ষিতিজ ওঝা লিখেছেন, “মনে রাখবেন, ফারহানা একজন কাশ্মীরি বলেই তাঁকে এধরণের আক্রমণ করা হয়েছে। এটা দুঃখজনক যে তিনি এত নৈমিত্তিকভাবে তাঁকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।”