উগান্ডায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬৩

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 72
পুবের কলম, কাম্পালা: উগান্ডায় একটি প্রধান মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। উগান্ডায় পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। রাজধানী কাম্পালা থেকে গুলু যাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ওভারটেকিংয়ের সময় বিপরীতমুখী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। জানা গিয়েছে, আহতদের কিরিয়ান্দোঙ্গো হাসপাতাল এবং নিকটবর্তী অন্যান্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের সংখ্যা বা তাদের আঘাতের পরিমাণ সম্পর্কে আর কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিপরীত দিক থেকে আসা দুটি বাস একটি লরি এবং একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) কে ওভারটেক করার চেষ্টা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষ এড়াতে চালকদের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়, যার ফলে কমপক্ষে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বেশ কয়েকবার বাসটি পাল্টি মারে। ফলস্বরূপ ৬৩ জন প্রাণ হারিয়েছেন।