বিপদ না ঘটলেও দুর্ঘটনার কবলে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, শুভকামনা জানালেন মমতা

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 57
পুবের কলম প্রতিবেদক: আটকে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টারের চাকা। বসে গেলে হেলিপ্যাড। যদিও রাষ্ট্রপতি সেই সময় সেই হেলিকপ্টারে না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় রাষ্ট্রপতির কোনও ক্ষতি না হলেও সেই আশঙ্কা যে ছিল, তাতে কোনও সন্দেহ নেই। এই ঘটনা রাষ্ট্রপতির অবতরণের সময় ঘটলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ঘটনাটি জানার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিপদের আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য শুভকামনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কেরলের প্রমদমে অস্থায়ী হেলিপ্যাডে মঙ্গলবার অবতরণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চারদিনের কেরল সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে তিনি শবরীমালা মন্দিরে পুজো দেন। এই প্রথম রাষ্ট্রপতি কোনও মন্দিরে গিয়ে পুজো দিলেন। এদিকে বুধবারই এই দুর্ঘটনা ঘটে। প্রমদম প্রশাসনের দাবি, অল্প সময়ের মধ্যে হেলিপ্যাড তৈরি হওয়ায় এই বিপত্তি ঘটেছে। রাষ্ট্রপতি সেই সময় ওই কপ্টারে থাতলে যে বড় দুর্ঘটনা ঘটে যেত, সেকথা অস্বীকার করা যাচ্ছে না। সেই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যো পাধ্যায় জানিয়েছেন, কেরল সফরের সময়ে বুধবার সকালে ঈশ্বরের কৃপায় বিপদের আশঙ্কা থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।