২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওযান

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
  • / 119

 

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমান জারি করে দেশটির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ সালেহ আল–ফাওযানকে। এই নিয়োগটি করা হয়েছে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে।

রাজকীয় ফরমান অনুযায়ী, শেখ আল–ফাওযান গ্র্যান্ড মুফতির পাশাপাশি ‘কাউন্সিল অব সিনিয়র স্কলার্স’–এর চেয়ারম্যান এবং ‘পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’–এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের মাধ্যমে তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের উত্তরসূরি হলেন, যিনি গত ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল–ফাওযান। বুরাইদা শহরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে ফিকহ (ইসলামি আইন) বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা জীবন শেষে তিনি হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তাঁকে পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা–এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইসলামি শিক্ষাবিস্তারে তাঁর অবদান দীর্ঘদিনের। তিনি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও মুসলিম ওয়ার্ল্ড লীগের ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ছিলেন। পাশাপাশি হজ মৌসুমে দাওয়াত ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করেছেন তিনি।

শেখ আল–ফাওযান বহু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে ইসলামী ফিকহ, আকিদা ও ফতোয়াবিষয়ক একাধিক বই বিশ্বজুড়ে ইসলামী বিদ্বৎসমাজে প্রশংসিত। তিনি দীর্ঘদিন ধরে সৌদি রেডিওর জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান “নূর আলা আদ-দারব”–এর নিয়মিত বক্তা হিসেবেও পরিচিত।

ধর্মীয় জ্ঞান, পাণ্ডিত্য ও রক্ষণশীল ব্যাখ্যার জন্য শেখ সালেহ আল–ফাওযান সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্বে উচ্চ মর্যাদায় আসীন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওযান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

 

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমান জারি করে দেশটির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ সালেহ আল–ফাওযানকে। এই নিয়োগটি করা হয়েছে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে।

রাজকীয় ফরমান অনুযায়ী, শেখ আল–ফাওযান গ্র্যান্ড মুফতির পাশাপাশি ‘কাউন্সিল অব সিনিয়র স্কলার্স’–এর চেয়ারম্যান এবং ‘পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’–এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের মাধ্যমে তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের উত্তরসূরি হলেন, যিনি গত ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল–ফাওযান। বুরাইদা শহরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে ফিকহ (ইসলামি আইন) বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা জীবন শেষে তিনি হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তাঁকে পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা–এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইসলামি শিক্ষাবিস্তারে তাঁর অবদান দীর্ঘদিনের। তিনি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও মুসলিম ওয়ার্ল্ড লীগের ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ছিলেন। পাশাপাশি হজ মৌসুমে দাওয়াত ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করেছেন তিনি।

শেখ আল–ফাওযান বহু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে ইসলামী ফিকহ, আকিদা ও ফতোয়াবিষয়ক একাধিক বই বিশ্বজুড়ে ইসলামী বিদ্বৎসমাজে প্রশংসিত। তিনি দীর্ঘদিন ধরে সৌদি রেডিওর জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান “নূর আলা আদ-দারব”–এর নিয়মিত বক্তা হিসেবেও পরিচিত।

ধর্মীয় জ্ঞান, পাণ্ডিত্য ও রক্ষণশীল ব্যাখ্যার জন্য শেখ সালেহ আল–ফাওযান সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্বে উচ্চ মর্যাদায় আসীন।