আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 89
পুবের কলম প্রতিবেদক: আগামীকাল রাজ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা এসআইআর-এর দিনক্ষণ। অন্তত সোমবার বিকেলে চারটে নাগাদ দিল্লিতে বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের তরফে যে জরুরি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, তা থেকে এই জল্পনা প্রবল।
যেখানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর সহযোগীরা। শুধু তা-ই নয়, এসআইআর -এর চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে রবিবারও খোলা রাখা হয়েছে সিইও অফিস। সূত্রের খবর ইতিমধ্যেই ছাপানো শুরু হয়ে গিয়েছে এনুউমারেশন ফর্ম। আগামীকাল থেকে বুথ লেবেল অফিসার (বিএলওদের প্রশিক্ষণের কাজও শুরু হচ্ছে।
ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)দের সঙ্গে বিএলওদের বৈঠকও হবে আগামীকাল। এই সব প্রস্তুতি দেখে ধারণা করা হচ্ছে অক্টোবরের শেষ থেকেই এসআইআর শুরু হয়ে যেতে পারে। তবে এই বিষয়ে সব জল্পনার অবসান হতে পারে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে আজকের বৈঠকের পরেই।
উল্লেখ্য, উৎসবের মরসুমের মধ্যে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে সেখানে প্রশ্ন উঠেছিল কীভাবে প্রশিক্ষণহীন বিএলওদের দিয়ে এসআইআর -এর কাজ শুরু হবে? বা শুরু হলে তা কতটা সঠিক হবে? যা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল তৃণমূল শাসকদল। সেই কারণে আজ সোমবার থেকেই বিএলওদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। শুধু তা-ই নয়, কোনও অবস্থাতেই বিএলওরা এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
একসঙ্গে দেশের ১০ থেকে ১৫ টি রাজ্যের এসআইআর নিয়ে ঘোষণা হওয়ার ইঙ্গিত রয়েছে দেশে। এই তালিকায় বাংলাসহ অসম, কেরল, তামিলনাড়ু, পুঁদুচেরির নাম থাকছে। ছাব্বিশেই বাংলার বিধানসভা নির্বাচন থাকায় আজই এই রাজ্যে এসআইআর -এর দিন ঘোষণার সম্ভাবনা প্রবল।
এসআইআর বিজ্ঞপ্তি দেওয়া হলেই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হবে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের শীর্ষ আধিকারিকরা অক্টোবরের শুরুতেই এসেছিলেন এই রাজ্যে। দফায় দফায় রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। তখনও ইঙ্গিত পাওয়া গিয়েছিল অক্টোবরের মধ্যেই বাংলায় এসআইআর ঘোষণা হতে পারে। তারপরই এসআইআর ম্যাপিং-ম্যাচিং নিয়ে জেলায় জেলায় তৎপরতা শুরু হয়ে যায়।
দিল্লিতে আগামীকালের বৈঠকের পরে রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন। জেলাস্তরেও জেলাশাসকরা বসবেন বৈঠকে। দুই স্তরের বৈঠকের রিপোর্টই পাঠানো হবে দিল্লিতে।



















































