উমর খালিদ, শরজিল ইমাম ও অন্যান্যদের জামিনের শুনানি ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 108
পুবের কলম, ওয়েবডেস্ক: গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ ও শরজিল ইমামসহ মোট নয়জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালতের মন্তব্য ছিল, “নাগরিকদের বিক্ষোভ বা প্রতিবাদের নামে ষড়যন্ত্রমূলক সহিংসতা বরদাস্ত করা যায় না।”
সোমবার সুপ্রিম কোর্ট ২০২০ সালের দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় সমাজকর্মী শরজিল ইমাম, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক উমর খালিদ এবং আরও তিনজনের জামিনের শুনানি ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখে।
বিচারপতি অরবিন্দ কুমার ও এন.ভি. অঞ্জারিয়া-র বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর-জেনারেল এস.ভি. রাজু পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান।
তবে বেঞ্চ মন্তব্য করে জানায়, দিল্লি পুলিশকে ইতিমধ্যেই যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। বেঞ্চ বলেন, “আপনি হয়তো প্রথমবার হাজির হয়েছেন, কিন্তু আমরা আগেই পর্যাপ্ত সময় দিয়েছি।” বিচারপতিরা আরও বলেন,“সত্যি বলতে গেলে, জামিন সংক্রান্ত মামলায় পাল্টা হলফনামা দাখিলের কোনও প্রয়োজন নেই।”











































