আজ বিকেলে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘোষণা করার পর, আজ মঙ্গলবার বিকেলে সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে SIR প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত শোনা হবে এবং প্রস্তুতি খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। এই রাজ্যগুলি হল— আন্দামান, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষ্মাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬।
কমিশন জানিয়েছে, ২০০৩-০৪ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের আলাদা নথি জমা দিতে হবে না। বিএলওরা প্রত্যেক বাড়িতে তিনবার যাবেন এবং অনলাইনে ফর্ম পূরণেরও সুযোগ থাকবে।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে মোট ৫২% ভোটারের নাম ২০০২ সালের তালিকায়, বাকিদের নাম পরে যুক্ত হয়েছে। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ কিছুটা বাকি রয়েছে।
কমিশনের এক কর্তা বলেন, “এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সব দলের মতামত শোনা হবে।”














































