০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে, বলছে তৃণমুল

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 212

তৃণমুল কংগ্রেস তাদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে বিস্ফোরক অভিযোগ করেছে। শাসক দলটি আজ লিখেছে,”SIR ঘোষণার মুহূর্তেই খেলা শুরু হয়ে গেছে — আর ছবিটা স্পষ্ট, কুৎসিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুরো প্রক্রিয়া ঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি, মাথাভাঙা, আশোকনগর ও এখন বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ,”শুধু বসিরহাটের একটি বুথেই অনলাইন তালিকায় ৮৫৯ থেকে ৮৯২ পর্যন্ত ক্রমিক নম্বরের জায়গাটা পুরো ফাঁকা। ২০০২ সালে যেসব নাম ছিল, আজ সেগুলো নেই। এটা স্পষ্টভাবে একটা পরিকল্পিত, কেন্দ্রীয় মদতপুষ্ট ভোটার মুছে ফেলার অপারেশন। যেমন শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন — SIR মানে Silent Invisible Rigging মাত্র।”

দলটি বলছে,”দিল্লির তথাকথিত জনবিরোধী জমিদাররা, তাদের কাঠের পুতুল প্রশাসনিক মেশিনারির সাহায্যে, সংশোধনের নামে বিশাল মাত্রায় বৈধ ভোটার মুছে ফেলার কাজে নেমেছে। কিন্তু বাংলা চুপ করে থাকবে না, কারণ বাংলার মানুষকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। ভোটাধিকার কোনও দয়া নয়, এটি সংবিধানপ্রদত্ত অধিকার।”

তৃণমূল কংগ্রেস বলছে,’সবার জানা থাকুক — একটিও বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে কাটা হয়, আমরা সরাসরি নির্বাচন সদনের দরজায় গিয়ে প্রতিবাদ জানাব। এটা তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা — নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে, বলছে তৃণমুল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার

তৃণমুল কংগ্রেস তাদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে বিস্ফোরক অভিযোগ করেছে। শাসক দলটি আজ লিখেছে,”SIR ঘোষণার মুহূর্তেই খেলা শুরু হয়ে গেছে — আর ছবিটা স্পষ্ট, কুৎসিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুরো প্রক্রিয়া ঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি, মাথাভাঙা, আশোকনগর ও এখন বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ,”শুধু বসিরহাটের একটি বুথেই অনলাইন তালিকায় ৮৫৯ থেকে ৮৯২ পর্যন্ত ক্রমিক নম্বরের জায়গাটা পুরো ফাঁকা। ২০০২ সালে যেসব নাম ছিল, আজ সেগুলো নেই। এটা স্পষ্টভাবে একটা পরিকল্পিত, কেন্দ্রীয় মদতপুষ্ট ভোটার মুছে ফেলার অপারেশন। যেমন শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন — SIR মানে Silent Invisible Rigging মাত্র।”

দলটি বলছে,”দিল্লির তথাকথিত জনবিরোধী জমিদাররা, তাদের কাঠের পুতুল প্রশাসনিক মেশিনারির সাহায্যে, সংশোধনের নামে বিশাল মাত্রায় বৈধ ভোটার মুছে ফেলার কাজে নেমেছে। কিন্তু বাংলা চুপ করে থাকবে না, কারণ বাংলার মানুষকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। ভোটাধিকার কোনও দয়া নয়, এটি সংবিধানপ্রদত্ত অধিকার।”

তৃণমূল কংগ্রেস বলছে,’সবার জানা থাকুক — একটিও বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে কাটা হয়, আমরা সরাসরি নির্বাচন সদনের দরজায় গিয়ে প্রতিবাদ জানাব। এটা তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা — নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।’