পশ্চিমবঙ্গ ‘বাংলাদেশ’ হয়ে গেলে আমরা কোথায় যাব? এসআইআর আবহে বিস্ফোরক মন্তব্য মিঠুনের
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 202
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে এসআইআর আবহে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা রাজনীতিক মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এসআইআরের ঘোষণার পরই বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাওয়ার তো তোড়জোড় করছে। একইসঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করে পদ্ম নেতার বক্তব্য, পশ্চিমবঙ্গ একমাত্র ধর্মশালা, যেখানে অভারতীয়রা খাটিয়া পেতে আরামে শুয়ে থাকে। অন্য রাজ্যে হয় না।
শনিবার হাওড়ায় বিজেপির কর্মী সম্মেলনে মিঠুন বলেন, “সবাইকে একসঙ্গে লড়তে হবে। এই লড়াই আমাদের শেষ লড়াই। কারণ, এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা কোথায় যাব? আমাদের লড়তেই হবে। এবারের লড়াই আরও জোরদার হবে।” এরপরই এসআইআর নিয়ে সুর চড়ান পদ্ম নেতা। তাঁর বক্তব্য, “এসআইআর নিয়ে রাজ্যে ভয়ের আবহ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নির্বাচন কমিশন কোথাও বলেনি, হিন্দুদের ভোট দিতে দেবে না কিংবা ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেবে না। তবে কি অভারতীয়দের জন্য লড়াই করতেই পথে নামছেন তাঁরা? আমার শুধু একটাই প্রশ্ন, অভারতীয়দের প্রতি এত ভালবাসা কেন?”












































