প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 163
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পুবের কলম প্রতিবেদক: না ফেরার দেশে পাড়ি জমালেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। ইন্নালিল্লাহ….। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৬৩ সালে জন্ম মইনুল হকের। তাঁর মৃত্যুতে ফরাক্কার রাজনীতিতে শোকের ছায়া। প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। বেশকিছুদিন থেকে হার্ট এ্যাটাক অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোরের দিকেই প্রয়াত হন মইনুল হক। মইনুল হক সাহেব ফরাক্কা বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হয়েছিল। মইনুল হকের মৃত্যুতে ফরাক্কা তথা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে শোকের ছায়া।
কংগ্রের শ্রমিক সংগঠন INTUC তে রাজনীতির হাতে খড়ি মইনুলের। পরপর পাঁচ বার কংগ্রেসের প্রতিকে ফরাক্কা বিধানসভা রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন মইনুল হক। ২০২১ সালে তিন হেরে যান। পরে যোগ দেন তৃণমূলে। অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে মুর্শিদাবাদে সমাদৃত ছিলেন তিনি।
































