আত্মশুদ্ধির বার্তা দিয়ে লালগোলায় জমিয়তে আহলে হাদীসের সফল ব্লক সম্মেলন
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 202
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 2); aec_lux: 280.80695; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;
আত্মশুদ্ধির বার্তা দিয়ে মুর্শিদাবাদের লালগোলার চুয়াপুকুরে জমিয়তে আহলে হাদীসের সফল ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সংগঠনের নেতৃত্ব বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন। স্বামী স্ত্রীর হক বিষয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি শাইখ আব্দুল্লাহ বিন ইসমাঈল আস সালাফী। সরল পথ পত্রিকার সম্পাদক শাইখ তাযাম্মুল হক্ব সালাফী হালাল রুজির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
জমিয়তে আহলে হাদীসের মুখপাত্র আলমগীর সরদার বলেন, বর্তমান বিশ্ব ন্যায় ও মানবিকতার পথ থেকে ক্রমেই সরে যাচ্ছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে অন্যায়-অত্যাচার সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড। আজ সমাজ ও মানবতা গভীর সংকটের মুখোমুখি। এই সময় উত্তম জাতি হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। সমাজকে সংকট থেকে উদ্ধার করতে হলে আল্লাহর রশ্মিকে মজবুতভাবে আঁকড়ে ধরে বুকে হিম্মত নিয়ে জাতিকে নেতৃত্ব দিতে হবে। মনে রাখবেন, মানব মুক্তির একমাত্র পথ ওহীর বিধানকে অনুসরণ করে চলা। খুশির খবর এই যে, মুসলিম সমাজ আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। হতাশা ও অলসতা ঠেলে আরো অনেক পথ যেতে হবে।
বক্তব্য রাখেন আইনুল হক সাহেব। লালগোলা ব্লক সম্পাদক আব্দুল হালীম জানান, পথহারা মানবজাতির সামনে আলো ছড়াতে, সত্য ও ন্যায়ের দিশা দেখাতে এবং আত্মশুদ্ধির বার্তা পৌঁছে দিতেই এই ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে।


























