০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                চাকদায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি
                              							মোক্তার হোসেন মন্ডল							
								
                                
                                - আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
 - / 179
 
নদিয়ার চাকদায় সোমবার সকালে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। বনগাঁ রোডে অবস্থিত ওই ব্যবসায়ীর নাম বিপ্লব সরকার। ইডি সূত্রে জানা গেছে, জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ উঠেছে।
সকালে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা বাড়ি ঘিরে তল্লাশি চালান। বিপ্লব সরকারের পাসপোর্টসহ বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি নদিয়ায় ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের সূত্রেই এই অভিযান বলে জানা গেছে।
                                 Tag : 
                                                            
                   
                        
                            
																			
																		
























