মাদুরোর দিন ফুরিয়ে আসছে: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
 - / 108
 
পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাদুরোর ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে।
সিবিএস নিউজের এক সাক্ষাতকারে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে এসেছে।’ এদিকে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী সামরিক হস্তক্ষেপ চালাবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প তবে ‘যুদ্ধের’ আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলায় ‘কথিত মাদকবাহী’ জাহাজে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। যা রাষ্ট্রসংঘের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তবে মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমি তাই মনে করি।’
																			
																		


























