SIR নিয়ে হেল্পলাইন পোর্টাল চালু করল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 214
SIR নিয়ে সারা বাংলা এখন উত্তপ্ত। কিছু জায়গায় আতঙ্কে আত্মহত্যার ঘটনাও ঘটছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে কিছু বিভ্রান্তিকর ছবি ও ভিডিও। এই অবস্থায় SIR নিয়ে হেল্পলাইন পোর্টাল চালু করল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল বা পিআইবি।
এই পোর্টালে নাগরিকরা সহজেই SIR সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পারেন। এখান থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, বিধানসভা ও বুথভিত্তিক ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করা যাচ্ছে। এছাড়া নিজের এলাকার BLO (ব্লক লেভেল অফিসার)-এর তথ্য জানা, এনুমারেশন ফর্ম পূরণের গাইডলাইন, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে নির্দেশনাও দেওয়া আছে।
পোর্টালে রয়েছে একটি FAQ সেকশন, যেখানে সাধারণ মানুষ নিজেদের সমস্যা অনুযায়ী সমাধান খুঁজে নিতে পারেন। নতুন প্রশ্ন বা অভিযোগ লিখে পাঠালে সেগুলোর উত্তরও দেওয়া হচ্ছে দ্রুত।
সংগঠনের সভাপতি মানাজাত আলী বিশ্বাস বলেন, “নির্বাচন কমিশনের তাড়াহুড়ো করে SIR চালুর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বৈধ ভোটার প্রমাণের দায় এখন জনগণের ঘাড়ে চাপানো হয়েছে, যা প্রান্তিক ও সংখ্যালঘু সমাজের জন্য বিপজ্জনক।”
তিনি আরও জানান, পিআইবি ইতিমধ্যেই বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবকদের নিয়োগ করেছে এবং ভবিষ্যতে জনসচেতনতা সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।


























