পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বইতে শুরু করেছে উত্তরের হাওয়া, ফলে একধাক্কায় নেমে গেল তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের অন্যতম শীতল দিন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে ১৯ ডিগ্রিতে নামতে পারে। ইতিমধ্যেই বীরভূমের পারদ নেমেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীত পুরোপুরি আসতে এখনও কিছুটা সময় লাগবে।
আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি, বাতাসে আর্দ্রতা ৫৫ থেকে ৮৪ শতাংশের মধ্যে। উত্তরবঙ্গে সকাল থেকেই হালকা কুয়াশা, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই—আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া শুষ্ক। শীতের হালকা ছোঁয়ায় শহরজুড়ে বাড়ছে আরাম।



































