বিহারে মর্মান্তিক দুর্ঘটনা: বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ৫ জনের মৃত্যু
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের সারান জেলার আকিলপুর থানা এলাকার মানস নয়াপানাপুরে রবিবার গভীর রাতে বাড়ির ছাদ ধসে প্রাণ গেল একই পরিবারের পাঁচ সদস্যের। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। সোমবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১০টার দিকে বাবলু খান (৩২), তাঁর স্ত্রী রোশন খাতুন (৩০) ও তাঁদের সন্তান রুখশার (১২), মো. চাঁদ (১০) এবং চাঁদনী (২) ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ইন্দিরা আবাস যোজনার আওতায় নির্মিত তাঁদের বাড়ির ছাদ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিবারের পাঁচজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ও গ্রামবাসীরা মিলে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান চালায়, কিন্তু ততক্ষণে সবাই মারা গিয়েছিলেন। ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। প্রাক্তন স্থানীয় প্রধান সিপি সিং জানান, বাড়িটি সরকারি প্রকল্পের আওতায় নির্মিত হলেও কাঠামোগত দুর্বলতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।




















































