এনুমারেশন ফর্মে ছবি বাধ্যতামূলক নয়, জানাল নির্বাচন কমিশন
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 111
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই এনুমারেশন ফর্মে ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট জানাল নির্বাচন কমিশন। ফর্মে পাসপোর্ট সাইজ ছবির জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও তা ঐচ্ছিক বলে জানিয়েছে কমিশন।
গত এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। বুথ লেভেল অফিসার (BLO)–দের অনেকেই ভোটারদের জানিয়েছেন, দু’কপি পাসপোর্ট সাইজ ছবি লাগানো বাধ্যতামূলক। তবে সোমবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, “এনুমারেশন ফর্মে ছবি বাধ্যতামূলক—এমন কোনো নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন। ছবির জায়গা থাকলেও সেটা ঐচ্ছিক।”
কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, এনুমারেশন ফর্মের ছবি ভোটদানের কাজে ব্যবহৃত হবে না; ভোট দেওয়ার ক্ষেত্রে একমাত্র ভোটার কার্ডই প্রমাণ হিসেবে গণ্য হবে। এই ফর্ম শুধুমাত্র খসড়া ভোটার তালিকা প্রস্তুতের জন্য ব্যবহৃত হবে, তাই এখানে ছবি দেওয়া না-দেওয়ায় কোনো প্রভাব পড়বে না।
এদিকে, গত ছয় দিনে রাজ্যে প্রায় ৬ কোটি ফর্ম বিলি হয়েছে। ফর্মে ছবির জায়গা দেখে সাধারণ মানুষ ধরে নিয়েছিলেন এটি বাধ্যতামূলক। ফলে পাড়ায় পাড়ায় স্টুডিওতে ছবির হিড়িক পড়েছে। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় সুযোগ বুঝে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ছবি ঐচ্ছিক, তবে কেউ দিতে চাইলে হালকা রঙের (লাইট) ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক ছবি লাগানোই শ্রেয়।




























