পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির পর নওগাম। জম্মু–কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতের বিস্ফোরণে অন্তত নয় জন মারা গিয়েছেন। অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিক। আহত অন্তত ২৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আহতদের মধ্যে আরও পাঁচ জনের অবস্থা সঙ্কটজনক।
সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সেই বিস্ফোরক থেকেই ফের বিস্ফোরণ। জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে মজুত করে রাখা ছিল উদ্ধার হওয়া বিপুল পরিমাণ উদ্ধার করা বিস্ফোরক। সেই বিস্ফোরক থেকেই শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করে দেখতে নওগাম থানায় বেশ কয়েকজন ফরেন্সিক আধিকারিক উপস্থিত ছিলেন। ঠিক কী কারণে কীভাবে বিস্ফোরণ ঘটল, গাফিলতি কার, এখনও স্পষ্ট নয়। তবে এই বিস্ফোরক পদার্থগুলিই দিল্লির লালকেল্লার সামনের বিস্ফোরণে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের একাংশের অনুমান। যে গাড়িটি দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল, সেটি ফরিদাবাদ থেকেই এসেছিল।





























