পুবের কলম, নয়াদিল্লি: ফের উমির খালিদের জামিন মামলার বিরোধীতা করল দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লি দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্র মামলায় ছয় অভিযুক্তের জামিন মামলার শুনানিতে বিরোধিতা করে শাহের পুলিশ। এদিন দিল্লি পুলিশ সুপ্রিম বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চকে জানিয়েছে, যে ছয় অভিযুক্ত ব্যক্তি দিল্লি হাইকোর্ট কর্তৃক পূর্বে জামিনপ্রাপ্ত এবং শীর্ষ আদালত কর্তৃক নিশ্চিত হওয়া তিন সহ-অভিযুক্তের সাথে সমতা চাইতে পারবেন না। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে সহ-অভিযুক্ত নাতাশা নারওয়াল, দেবাংনা কলিতা এবং আসিফ ইকবাল তানহার জামিনের আদেশকে নজির হিসাবে বিবেচনা করা যায় না। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু বলেন, “জামিনের আদেশগুলিকে নজির হিসেবে ব্যবহার করা উচিত ছিল না। এটা স্পষ্ট। হাইকোর্ট যে আইনটি প্রণীত করেছিল তা এই আদালত (সুপ্রিম কোর্ট) অনুমোদন করেনি।” প্রসঙ্গত, এর আগেও উমর খালিদের মতো অভিযুক্তরা সমতার বিষয়টি উত্থাপন করেছিলেন এবং আদালত তার আগের জামিন আবেদনে তা খারিজ করে দিয়েছিলেন। এএসজির বলেন, “পরিস্থিতির কোনও বস্তুগত পরিবর্তন না হলে তিনি বারবার জামিনের আবেদন করে একই ইস্যু উত্থাপন করতে পারবেন না।” দিল্লি পুলিশ এবং কেন্দ্রের এসমস্ত বক্তব্য শুনে মামলাটি পিছিয়ে দেয় আদালত। উমরের জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর।
উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে, যাতে ৫৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০-র বেশি। ওই ঘটনায় উমরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছিল দিল্লি পুলিশ। সেই থেকে তিনি জেলে আছেন। এর আগে একাধিকবার জামিনের আবেদন জানিয়ে মামলা করা হলেও আদালত সেই মামলা খারিজ করে দেয়। পরবর্তীতে দেশের শীর্ষ আদালতের দারস্থ হয় তারা। শীর্ষ আদালতেও বারংবার পিছিয়ে যাচ্ছে জামিন মামলা।




























