পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
- আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, সোমবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের পেশওয়ারে ফেডারেল কনস্টাবুলারি (এফসি),যা দেশের একটি গুরুত্বপূর্ণ প্যারামিলিটারি বাহিনী, তাদের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। সোমবার সকালে বন্দুকবাজ ও আত্মঘাতী হামলাকারীরা ওই সদর দপ্তর লক্ষ্য করে আক্রমণ করে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পেশওয়ার ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক মিলন সৈয়দ আহমেদ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তাবাহিনী হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম আত্মঘাতী হামলাকারী মূল প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটায়। এর পর আরেক হামলাকারী ভেতরে ঢুকে আরও হামলার চেষ্টা করে। এই ভয়াবহ ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।


















































