এসআইআর: প্রয়োজনে পিছোতে পারে খসড়া তালিকা প্রকাশের দিন, জানালেন প্রধান বিচারপতি
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 109
এসআইআর,এর খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়সূচি প্রয়োজনে পিছিয়ে দেওয়া হতে পারে—এমনই ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে বিশেষ ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতি মৌখিকভাবে জানান, যদি পরিস্থিতি দাবি করে, তবে খসড়া প্রকাশের দিন পিছোনোর নির্দেশ দেওয়া যেতে পারে।
পশ্চিমবঙ্গের মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ৯ ডিসেম্বর, যেদিনই খসড়া তালিকা প্রকাশের কথা। শুনানির দিন ও খসড়া প্রকাশের সময় এক হওয়ায় বিষয়টি বিচারপতির নজরে আনেন আবেদনকারীরা। তিনি জানান, প্রয়োজনে ওই দিনেই নির্দেশ দেওয়া যেতে পারে।
প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। এর আগে কেরালার মামলার শুনানির দিন ধার্য রয়েছে ২ ডিসেম্বর, তামিলনাড়ুর মামলা ৪ ডিসেম্বর।
সোমবার বেঞ্চ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ—দুই রাজ্যের মামলায় নির্বাচন কমিশনকে পাল্টা হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে সরকারে থাকাকালীন ডিএমকে এসআইআর বাতিলের আবেদন করেছে, আর সিপিআই(এম)-এর পক্ষ থেকে মামলা করেছেন রাজ্য সম্পাদক পি. সম্মুগম। পশ্চিমবঙ্গে আবেদন জমা দিয়েছেন তৃণমূল নেতা দোলা সেন এবং প্রদেশ কংগ্রেসের শুভঙ্কর সরকার।
আবেদনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন এসআইআর,এর মাধ্যমে কার্যত নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব নিতে চাইছে। এ বছরের জানুয়ারিতেই প্রকাশিত হয়েছিল সংশোধিত ভোটার তালিকা, তা হলে কেন আবার নতুন করে এসআইআর—তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবেদনকারীদের দাবি, এ প্রক্রিয়াকে সামনে রেখে এনআরসি বাস্তবায়নের চেষ্টা চলছে।




























