হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ আগুন: নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 72
হংকংয়ের তাই পো এলাকার একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৭৯ জন এখনও নিখোঁজ। আগুনে দগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে আগুন লাগে ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে, যেখানে মোট আটটি ভবনে প্রায় ৪,৬০০ বাসিন্দা থাকেন।
রাত পর্যন্ত ভবনের উপরের তলাগুলোতে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস জানায়, তীব্র উত্তাপ ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযানে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনাস্থলে বহু মানুষ প্রিয়জনদের খোঁজে আহাজারি করতে দেখা যায়। একজন ৭১ বছর বয়সী বাসিন্দা জানান, তাঁর স্ত্রী আগুন লাগা ভবনে আটকা পড়েছেন। আরেক বাসিন্দা হ্যারি চেউং বলেন, “হয়তো আজ রাতে আর বাসায় ফিরতে পারব না।”
আগুনের কারণে হংকংয়ে যান চলাচলেও বিপর্যয় দেখা দিয়েছে। প্রধান দুই মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্তত ছয়টি স্কুল আজ বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগুন নিয়ন্ত্রণ ও হতাহতের ঘটনা কমানোর জন্য সরকারি দপ্তরগুলোকে সর্বোচ্চ তৎপরতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
হংকংয়ে এর আগে ১৯৯৬ সালে কোউলুন এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জন মারা গিয়েছিলেন। নতুন এই অগ্নিকাণ্ড সেই রেকর্ড ছাড়িয়ে আরও ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।




























