২০০২-এর তালিকার সঙ্গে মিলছে না ২৬ লক্ষ ভোটারের নাম: ‘স্যার’ নিয়ে কমিশন
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ অনেকটাই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে বাংলার বর্তমান ভোটার তালিকায় প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে কোনও মিলই পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় কমিশন জানিয়েছে, যে রাজ্যের সর্বশেষ ভোটার তালিকাটি পূর্ববর্তী এসআইআর অনুশীলনের সময় ২০০২ থেকে ২০০৬ এর মধ্যে বিভিন্ন রাজ্যে প্রস্তুত করা ভোটার তালিকার সাথে তুলনা করার পরে এই অসঙ্গতি প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চলমান এসআইআর প্রক্রিয়ার আওতায় বুধবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গে ছয় কোটিরও বেশি গণনার ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। সংবাদ সংস্থাকে কমিশনের এক আধিকারিক বলেন, “একবার ডিজিটালাইজড হয়ে গেলে, এই ফর্মগুলি ম্যাপিং পদ্ধতির অধীনে আনা হয়। যেখানে পূর্ববর্তী এসআইআর রেকর্ডগুলির সাথে মিল (ম্যাচিং) করা হয়। প্রাথমিকভাবপ দেখা গেছে, যে রাজ্যের প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম এখনও শেষ এসআইআর তথ্যের সাথে মিলানো যায়নি।” ডিজিটালাইজেশন অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন।
ম্যাপিং কি?
কমিশনের “ম্যাপিং” বলতে ২০০২ সালে সর্বশেষ এসআইআর তালিকার সাথে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার ক্রস-যাচাই করাকে বোঝানো হয়। কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং বা মিল খুঁজে পাওয়া যায়নি। তবে ম্যাপিংয়ে মিল না থাকার মানে এই নয় যে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে কারো নাম বাদ দেওয়া হবে। কমিশন বলেছে, এই বছর ম্যাপিং অনুশীলনে অন্যান্য রাজ্যের ভোটার তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আরও ব্যাপক এবং নির্ভুল যাচাই প্রক্রিয়া নিশ্চিত করতে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় পদক্ষেপ নিয়েছে।


























