পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রতি বিরল প্রশংসা জানিয়েছে রাশিয়া। শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে ওয়াশিংটনের কোনো প্রতিরক্ষা নীতিকে এভাবে স্বাগত জানানোর ঘটনাই প্রায় প্রথম। রবিবার ক্রেমলিন জানায়, মার্কিন কৌশলে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, তা বহু ক্ষেত্রে রাশিয়ার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মার্কিন প্রতিরক্ষা কৌশলে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে ‘নমনীয় বাস্তববাদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৯ শতকের মনরো ডকট্রিন পুনর্জীবিত করার পরামর্শ দেওয়া হয়েছে—যেখানে পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাবক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এবং ইউরোপীয় শক্তির রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ থাকে।
নতুন কৌশল নথিতে সতর্ক করা হয়েছে, ইউরোপ ‘সভ্যতার উচ্ছেদ’-এর মুখোমুখি। ইউক্রেন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্রের অন্যতম কেন্দ্রীয় স্বার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারে আগ্রহী।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এসব প্রশ্ন তোলা হলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,“আমরা যে সামঞ্জস্য লক্ষ্য করছি, তা বহু ক্ষেত্রেই আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়।” আন্তর্জাতিক রাজনীতিতে মস্কো–ওয়াশিংটনের মধ্যে এমন প্রকাশ্য মতৈক্য খুবই বিরল। তবে অতীতে কয়েকটি ঘটনার সময় দুই দেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে,১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে পারমাণবিক অস্ত্র রাশিয়ায় ফিরিয়ে আনার ক্ষেত্রে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে।
ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষা নীতি তাই দুই শক্তিধর দেশের সম্পর্কে এক অস্বাভাবিক কূটনৈতিক উষ্ণতার ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


































