পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি–আরএসএস আঁতাতের বিরুদ্ধে দেশের স্বাধীন ‘প্রতিষ্ঠান দখল’ নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এদিন ভোট চুরি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। কংগ্রেস নেতা বলেন, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ এক গভীর সাংবিধানিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি হল ভোটাধিকার, আর সেই ভিত্তিকেই কার্যত নষ্ট করা হচ্ছে পরিকল্পনা করে। নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দল আঁতাত করে দেশজুড়ে ভোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। মোদি সরকারকে নিশানা করে রাহুল অভিযোগ করেন, “ভারত শুধু বৃহত্তম নয়, বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র। আর সেই শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি এবং নির্বাচন কমিশন। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”
কংগ্রেস নেতার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলিকেই আজ আরএসএস কবজা করে নিচ্ছে। আজ কেন্দ্রীয় এজেন্সি থেকে নিয়ন্ত্রক সংস্থা, সবকিছুর ওপরই দখলদারি কায়েমের চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশন তার মূলে। ভোট চুরির প্রসঙ্গত টেনে তোপ দেগে রাহুল বলেন, “এক ব্রাজিলিয়ান মডেলের নাম ভোটার তালিকায় ২২ বার। আর একজন ভোটারের নাম ২০০ বারের বেশি পাওয়া গেছে। হরিয়ানার ভোটচুরি হয়েছে। আমি বারবার বারবার এক কথা বলে যাচ্ছি। কিন্তু নির্বাচন কমিশন আমার কথার কোনও জবাব দিতে পারছে না। এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত পরিকল্পনা।” নির্বাচন কমিশনকে নিশানা করে বিরোধী দলনেতা বলছেন, “কেন লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায়? এখনও তো কমিশন জবাব দিল না। SIR-এর পরেও কেন বিহারে ১.২ লক্ষ ভুয়ো ভোটার থেকে গেল? আসলে সরকার সব সংস্থাকে দখল করে নিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কমিশন নিয়মের বাইরে গিয়ে কাজ করছে।”





























