পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর কাজে নিযুক্ত বিএলও এবং অন্য অফিসারদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বিএলওদের উপর কোনওরকম হিংসার ঘটনা হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল কমিশন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়েছে, বিএলও ও এসআইআর-র কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিএলও-দের উপর হিংসার ঘটনা ঘটলেই দ্রুত এফআইআর করতে হবে। যদি কোনও বিএলও-র উপর হিংসার ঘটনায় এফআইআর না করা হয়, তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশন বলেছে, রাজ্যের সমস্ত ডিইও-কে এই নির্দেশ দেওয়ার জন্য সিইও-কে নির্দেশ দেওয়া হয়েছে। বিএলও ও অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
প্রসঙ্গত, রাজ্যে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, কোন ধরনের সমস্যার ক্ষেত্রে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন। বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে বলে। এবার আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করল কমিশন।































