২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, ছেলে গ্রেফতার

রফিকুল হাসান
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 57

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: নেশাগ্রস্ত ছেলে মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল।অভিযুক্ত ‌’গুণধর’ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।বসিরহাটের ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের বছর ২৮ -এর ঈশ্বর বর, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায়ই ঝামেলা হতো।শিবানী বরের এক বছর আগে স্বামী মারা গিয়েছে।সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোনরকম ভাবে দিনমজুরের কাজ করতো। 

ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমন কি মারধর করতো বলে অভিযোগ।এই নিয়ে কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। মা সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেতেন। সেই টাকা ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না। বৃদ্ধা শিবানী বর গত মঙ্গলবার সকাল বেলা দুদিন আগে বাড়ি থেকে চলে যান। তারপর নিখোঁজ হয়। এরপর নেজাট এর জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

পুলিশ তদন্তে নেমে জানতে পারে ছেলে ঈশ্বর পরিকল্পনা করে মাকে মেরে জেটিঘাটে রেখে গিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করে  বৃহস্পতিবার ভোররাতে তার বাড়ি থেকে। পুলিশের জেরায় মাকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত ছেলে ঈশ্বর বর। ধৃত ঈশ্বরকে বৃহস্পতিবার বসিহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু’হাজার কর্মীর

আরও পড়ুন: শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, ছেলে গ্রেফতার

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: নেশাগ্রস্ত ছেলে মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল।অভিযুক্ত ‌’গুণধর’ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।বসিরহাটের ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের বছর ২৮ -এর ঈশ্বর বর, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায়ই ঝামেলা হতো।শিবানী বরের এক বছর আগে স্বামী মারা গিয়েছে।সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোনরকম ভাবে দিনমজুরের কাজ করতো। 

ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমন কি মারধর করতো বলে অভিযোগ।এই নিয়ে কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। মা সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেতেন। সেই টাকা ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না। বৃদ্ধা শিবানী বর গত মঙ্গলবার সকাল বেলা দুদিন আগে বাড়ি থেকে চলে যান। তারপর নিখোঁজ হয়। এরপর নেজাট এর জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

পুলিশ তদন্তে নেমে জানতে পারে ছেলে ঈশ্বর পরিকল্পনা করে মাকে মেরে জেটিঘাটে রেখে গিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করে  বৃহস্পতিবার ভোররাতে তার বাড়ি থেকে। পুলিশের জেরায় মাকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত ছেলে ঈশ্বর বর। ধৃত ঈশ্বরকে বৃহস্পতিবার বসিহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু’হাজার কর্মীর

আরও পড়ুন: শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট