নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি কারাবন্দি মানবাধিকার কর্মী উমর খালিদকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে মামদানি লিখেছেন, “আমরা সবাই তোমার কথা ভাবছি।”
নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার দিনই উমর খালিদের বন্ধুরা সামাজিক মাধ্যমে চিঠিটি শেয়ার করেন। উল্লেখ্য, জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এবং শহরের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ মেয়র।
চিঠিতে মামদানি উল্লেখ করেন, জীবনে তিক্ততা যেন মানুষকে গ্রাস না করে—এই বিষয়ে উমর খালিদের কথাগুলো তিনি প্রায়ই মনে করেন। পাশাপাশি উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করার অভিজ্ঞতাও তাঁর কাছে আনন্দের ছিল বলে তিনি লেখেন।
৩৮ বছর বয়সি উমর খালিদ বর্তমানে ২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় কঠোর ইউএপিএ আইনে তিহার জেলে বন্দি রয়েছেন। গত ডিসেম্বর মাসে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য ১৪ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। সেই সময়সীমা শেষ হওয়ার পর সম্প্রতি তিনি আবার তিহার জেলে আত্মসমর্পণ করেন।


















