পুবের কলম, ওয়েবডেস্ক: সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে SIR অনুশীলন চলাকালীন বহু বৈধ ভোট কেটে দেওয়া হয়েছে, যার মধ্যে মীরাট ও রাজধানী লখনউ-এর ভোটও রয়েছে। তিনি বলেন, “এটাই প্রথম নয়, এর আগেও নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠেছে।” অখিলেশের দাবি, এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের সুরক্ষিত রাখা জরুরি। তাদের দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করবে যাতে ভোটার তালিকাকে আধারের সঙ্গে যুক্ত করা হয়।
সপার সভাপতি বলেন, উনি বলেছে, এখন তো একটা জেলায় ৩ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যান্য জেলায় আরও ভোটারের নাম বাদ দেবো। বিজেপির নেতা-মন্ত্রীরা যদি এধরণে আস্ফালন দেখায়, স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে।




























