পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সকালে তিনি সদর মহকুমা শাসকের বাড়িতে যান ও পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। এই বর্ষীয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন! রবীন্দ্রনাথের কথায়, তিনি অভিষেকের কথাতেই পদত্যাগ করেছেন।
পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই স্টলগুলি বিলি করেছেন। সেই ঘটনার পর থেকে কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে শুরু হয় তরজা। বিরোধীরা তো বটেই রবীন্দ্রনাথ ঘোষের কীর্তিতে শাসকদলের অভ্যন্তরেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্টল বিলি নিয়ে দলের ভেতরেই সরব হয়েছেন তৃণমূল নেতাদের একাংশ। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের সংগঠনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



































