পুবের কলম, ওয়েবডেস্ক: সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে ২০২৫ সালে কোরআন হিফজ সম্পন্ন করেছেন ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার মসজিদটির কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বছরজুড়ে দেশ-বিদেশের ৭১ হাজারেরও বেশি শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন।
প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন। বর্তমানে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ হাজার অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মে অধ্যয়নরত। মসজিদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় প্রতিদিন তিন হাজারের বেশি হালাকাহ পরিচালিত হয়, যেখানে পাঠদান করছেন দেড় হাজারেরও বেশি পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা।
কোরআনের পাশাপাশি সুন্নাহ ও ইসলামী গ্রন্থে ইজাজা পেয়েছেন এক লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ইসলামী গ্রন্থ মুখস্থ করেছেন। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন, খাবারসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ১৭০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মসজিদে নববীর এই উদ্যোগ মুসলিম উম্মাহর মধ্যে কোরআন ও হাদিস শিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


































