এসআইআর তালিকায় জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার তিনটি বুথের বুথ লেভেল অফিসার (বিএলও)-কে শোকজ করা হয়েছে। পাশাপাশি জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, কীভাবে এমন গুরুতর গাফিলতি ঘটল তার বিস্তারিত ব্যাখ্যা দিতে।
গত ২ জানুয়ারি বারুইপুরে এক জনসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তিন জন জীবিত ভোটারকে হাজির করে অভিযোগ তোলেন যে, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে। ওই তিন জন হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। অভিষেকের দাবি, শুধু এঁরাই নন, জেলায় আরও একাধিক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে।
ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এরপর জেলা শাসকের রিপোর্ট খতিয়ে দেখে দায়ী বিএলও-দের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেয় নির্বাচন
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এসআইআর গাফিলতিতে কড়া পদক্ষেপ, ৩ বিএলও-কে শোকজ
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ১১ জানুয়ারী ২০২৬, রবিবার
- 62
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























