১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাইয়ে পিটিয়ে হত্যা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে, ফের উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

 

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। ওড়িশার সম্বলপুরে জুয়েল রানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার মুম্বাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রানিতলা থানার আমডহরার বাসিন্দা রেন্টু সেখের বিরুদ্ধে। শনিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয় বাড়িতে, নেমে আসে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে রেন্টু মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজে যান। অভিযোগ, শনিবার সকালে স্থানীয় এক যুবক লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রেন্টু। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। মৃতের মা আনেরা বেওয়া কান্নাভেজা কণ্ঠে ন্যায়বিচার চান। এই ঘটনায় আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আন্দোলন ‘নিয়ন্ত্রণে’, শিগগির ইন্টারনেট চালুর আশ্বাস ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বাইয়ে পিটিয়ে হত্যা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে, ফের উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট : ১১ জানুয়ারী ২০২৬, রবিবার

 

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। ওড়িশার সম্বলপুরে জুয়েল রানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার মুম্বাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রানিতলা থানার আমডহরার বাসিন্দা রেন্টু সেখের বিরুদ্ধে। শনিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয় বাড়িতে, নেমে আসে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে রেন্টু মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজে যান। অভিযোগ, শনিবার সকালে স্থানীয় এক যুবক লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রেন্টু। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। মৃতের মা আনেরা বেওয়া কান্নাভেজা কণ্ঠে ন্যায়বিচার চান। এই ঘটনায় আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।