পুবের কলম, ওয়েবডেস্ক: নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কোলেজিয়াম। সোমবার কোলেজিয়াম আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ পাঠায়।
বিচারপতি সুজয় পালের মূল আদালত মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেখান থেকেই তাঁকে গত বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কোলেজিয়ামের নথিতেও উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল বিচারপতিকে।



































