পুবের কলম, কলকাতা: রাজ্যের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) পর্বে ভোটার পরিচিতি ও পারিবারিক তথ্য নিয়ে ব্যাপক অসঙ্গতি উঠে এসেছে। নির্বাচনী তালিকা সংশোধন পর্বে ৯৪ লক্ষেরও বেশি ভোটারের তথ্য-ভিত্তিক ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সিইও-র দফতর সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে বহু ক্ষেত্রে ভোটারদের বাবার নাম অনুপস্থিত বা ভুল, বাবা-মা ও সন্তানের বয়সের ব্যবধান অস্বাভাবিক, এমনকি পরিবারের অচেনা সদস্যের নামও যুক্ত হয়েছে।
উদ্বেগজনকভাবে, প্রায় ৫০ লক্ষ ৯৩ হাজার ভোটারের ক্ষেত্রে ‘বাবার নাম’ সংক্রান্ত তথ্যের সঙ্গে তালিকার তথ্যের অমিল ধরা পড়েছে। কমিশন সূত্রে এই ত্রুটিকে ‘মিসম্যাচ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৪ লক্ষ ৭৪ হাজার ভোটারের ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে বয়সের ব্যবধান মাত্র ১৫ বছর—যা বাস্তবে সম্ভাবনা কম এবং সংখ্যাগতভাবে ‘অস্বাভাবিক’। একই সঙ্গে প্রায় ৭ লক্ষ ৮৫ হাজার ভোটারের ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ৫০ বছরেরও বেশি পাওয়া গেছে।
এসবই SIR পর্বে সংগৃহীত তথ্য যাচাই ও মিলিয়ে দেখার সময় ধরা পড়েছে বলে জানা গেছে। কমিশন ইতিমধ্যেই তথ্য-ত্রুটি সংশোধন এবং সমন্বয়ের জন্য নতুন করে যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসব ত্রুটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। বিরোধী শিবির ইতিমধ্যেই SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে প্রশাসনিক মহল বলছে, এই ধরনের বিস্তৃত তথ্য-যাচাই স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক।
































