পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে রাজ্যে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার আড়ালে বিজেপি “রাজনৈতিক চক্রান্ত” চালাচ্ছে এবং “সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার” করা হচ্ছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, চলতি প্রক্রিয়াকে কেন্দ্র করে এখনও পর্যন্ত প্রায় ৮৪ জনের মৃত্যু হয়েছে, ৪ জন আত্মহত্যার চেষ্টা করেছেন, এবং ১৭ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট ১০৫ জনের মৃত্যু বা শারীরিক ক্ষতির জন্য দায়ী একটি “অপরিকল্পিত ও বলপ্রয়োগমূলক” প্রক্রিয়া, বলে দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিসম্যাচের নামে প্রায় ৫৪ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা তাঁর ভাষায় “উদ্দেশ্যপ্রণোদিত” এবং “রাজনৈতিক প্রতিহিংসা”র অংশ। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাঁদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না এবং বিজেপির নিয়ন্ত্রণে রাজ্যের ভোটাভ্যাসকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
এদিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “জবরদস্তি করে ভোটার তালিকা ‘শুদ্ধ’ করা যায় না। সাধারণ নাগরিকের আত্মমর্যাদা ও মৌলিক অধিকারকে আঘাত করা হচ্ছে।” তাঁর দাবি, এই পরিস্থিতির রাজনৈতিক জবাব রাজ্যের মানুষই দেবেন।
































