পুবের কলম, তেহরান: যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হবে—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির জবাবে এই বার্তা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, “তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুর্কিয়ে পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশকে জানিয়েছে—যুক্তরাষ্ট্র ইরানকে টার্গেট করলে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।”
ইরানের চলমান বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২,৬০০-তে পৌঁছেছে বলে দাবি করেছে একটি অধিকার সুরক্ষা সংগঠন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিকে দেশটির ধর্মতান্ত্রিক সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হিসেবে দেখা হচ্ছে বলে মত রয়টার্সের। ইরানের কর্মকর্তা আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত রয়েছে—যা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আরেকটি ইঙ্গিত।
এদিকে ইসরাইল বলেছে, ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে ওই পদক্ষেপের ব্যাপ্তি ও সময় এখনও পরিষ্কার নয়।
































