পুবের কলম, ওয়েবডেস্ক: সপ্তাহান্তে উত্তরবঙ্গবাসীর জন্য জোড়া সুখবর নিয়ে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ইতিমধ্যেই মন্দির নির্মাণের জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর পরদিন শনিবার উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হতে চলেছে। জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তসহ একাধিক হাই কোর্টের প্রধান বিচারপতি ও বিশিষ্ট অতিথিরা।
প্রায় ৪০ একর জমির ওপর নির্মিত এই স্থায়ী ভবন চালু হলে উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকারের অঙ্গীকার আরও একবার স্পষ্ট হলো।































