দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৬ সদস্যের

- আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 36

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পরিবারের ওপর নেমে এল দুর্ঘটনার ছায়া। মঙ্গলবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের ছয় জন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হালসি থানার অন্তর্গত পিপরা গ্রামের কাছে সিকান্দ্রা-শেখপুরা ৩৩৩ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভয়ানক এক গাড়ি দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৬ আত্মীয় মারা গিয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু লালজিৎ সিংয়েরও। যিনি হরিয়ানা পুলিশের এডিজি পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে সুশান্তের দুই ভাগ্নেরও। মৃতদের নাম লালজিৎ সিং, অমিত শেখর এলিয়াস নেমানি সিং, রাম চন্দ্র সিং, বেবি দেবী, অনিতা দেবী, প্রীতম কুমার।
মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ একটি টাটা সুমো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। গাড়িটি সজোরে এসে একটি খালি গ্যাসের সিলিণ্ডার ভর্তি ট্রাকে ধাক্কা মারে। এই সুমো গাড়িতেই ছিলেন সুশান্ত সিং রাজপুতের আত্মীয়রা। ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁর মধ্যে ছিলেন গাড়ির চালক। গুরুতর জখম হয়েছে আরও ৪ জন। তারা সকলে স্থানীয় জামুই সরদার হাসপাতালে চিকিৎধীন।
জানা গিয়েছে এদিন পরিবারের এক সদস্যের শেষকৃত্যে অংশ নিতে পাটনা গিয়েছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির গতি বেশি ছিল। সেইসঙ্গে ঘনকুয়াশার কারণে দৃশ্যমান্যতার অভাব ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।