০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূম জেলায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

পুবের কলম
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার
  • / 30

কৌশিক সালুই, বীরভূমঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত বীরভূম জেলাতেও শুরু হল প্রতিটি গ্রাহকের বাড়িতে “দুয়ারে রেশন” কর্মসূচি। বিভিন্ন সমস্যা থাকলেও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সার্থক করতে এগিয়ে এসেছেন রেশন ডিলাররা। বাড়িতে বসেই রেশনের খাদ্যসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত উপভোক্তারা।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

বীরভূম জেলায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

বীরভূম জেলার প্রায় ৪৫ লক্ষ রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছানোর দুয়ারে রেশন কর্মসূচি শুরু হল বুধবার থেকে। ৯৬৩ জন রেশন ডিলারের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িতে পৌঁছাতে শুরু করেছে বরাদ্দ রেশন সামগ্রী।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রতিটি বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছানোর কর্মসূচির আনুষ্ঠানিক ভার্চুয়ালি শুভ সূচনা করেন।

আরও পড়ুন: ২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের

যদিও এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে কিছুটা পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে দাবি বীরভূম জেলার রেশন ডিলার সংগঠনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এ প্রকল্পের জন্য রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি ৭৫ টাকা থেকে দ্বিগুন করে দেড়শো টাকা করেছেন। যদিও রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটা বাড়িয়ে ৩০০ টাকা করা হলে তবেই তাদের আর্থিক সমস্যা মিটবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চ থেকে তাদের সমস্ত দাবি-দাওয়া বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

বীরভূম জেলার রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ঠাকুর বলেন,’ কিছু সমস্যা আছে তার মধ্যেও আমরা মুখ্যমন্ত্রীর প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। আমাদের দাবি-দাওয়া ইতিমধ্যেই তাকে জানিয়েছি তিনি সেটা বিবেচনা করার আশ্বাস ও আমাদেরকে দিয়েছেন’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূম জেলায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার

কৌশিক সালুই, বীরভূমঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত বীরভূম জেলাতেও শুরু হল প্রতিটি গ্রাহকের বাড়িতে “দুয়ারে রেশন” কর্মসূচি। বিভিন্ন সমস্যা থাকলেও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সার্থক করতে এগিয়ে এসেছেন রেশন ডিলাররা। বাড়িতে বসেই রেশনের খাদ্যসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত উপভোক্তারা।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

বীরভূম জেলায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

বীরভূম জেলার প্রায় ৪৫ লক্ষ রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছানোর দুয়ারে রেশন কর্মসূচি শুরু হল বুধবার থেকে। ৯৬৩ জন রেশন ডিলারের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িতে পৌঁছাতে শুরু করেছে বরাদ্দ রেশন সামগ্রী।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রতিটি বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছানোর কর্মসূচির আনুষ্ঠানিক ভার্চুয়ালি শুভ সূচনা করেন।

আরও পড়ুন: ২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের

যদিও এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে কিছুটা পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে দাবি বীরভূম জেলার রেশন ডিলার সংগঠনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এ প্রকল্পের জন্য রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি ৭৫ টাকা থেকে দ্বিগুন করে দেড়শো টাকা করেছেন। যদিও রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটা বাড়িয়ে ৩০০ টাকা করা হলে তবেই তাদের আর্থিক সমস্যা মিটবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চ থেকে তাদের সমস্ত দাবি-দাওয়া বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

বীরভূম জেলার রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ঠাকুর বলেন,’ কিছু সমস্যা আছে তার মধ্যেও আমরা মুখ্যমন্ত্রীর প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। আমাদের দাবি-দাওয়া ইতিমধ্যেই তাকে জানিয়েছি তিনি সেটা বিবেচনা করার আশ্বাস ও আমাদেরকে দিয়েছেন’।