১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিকি- ক্যাটের বিয়ের অপেক্ষায় বলিউড, জানুন রুপকথার বিয়ের সাতসতেরো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্কঃ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে বসতে চলেছে এই হাই প্রোফাইল বিয়ের আসর। কারা কারা এই ভিকি-ক্যাটের বিয়েতে আমন্ত্রিত হতে চলেছেন তা নিয়ে আপাতত জল্পনা বলিউড জুড়ে।

তবে ভিক্যাটের বিয়েতে নাকি লাল চোখ দেখাচ্ছে ওমিক্রন।তাই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায়  রেখেই নাকি কোপ পড়েছে আমন্ত্রিতের তালিকায়।

ভারতে এখনও কারও শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা না পড়লেও পরিস্থিতির কথা মাথায় রেখেই প্ল্যান করছেন ওয়েডিং প্ল্যানারটা।

ভিকি- ক্যাট চেয়েছিলেন বলিউডে নিজেদের সমস্ত সতীর্থকে আমন্ত্রণ জানাতে। কিন্তু ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই সেই ভাবনায় বদল আনতেই হচ্ছে।

রীতি মেনে জয়পুরের আনুষ্ঠানিক বিয়ের আগে মুম্বইতে আইনি বিবাহ সারবেন এই তারকা জুটি।

 

ভিক্যাট কোথায় তাঁদের নতুন সংসার পাতবেন তার  পরিকল্পনাও  ফাঁস হয়েছে ইতিমধ্যেই। জুহুতে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হবু দম্পতি তার ডিপোজিট মানিই নাকি ১ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রথম তিন বছরের ভাড়া ৮ লক্ষ টাকা করে। পরের বছর প্রতিমাস   ৮কোটি ৪০ লক্ষ টাকা করে। তার পরের বছর ৮ কোটি ৮০ লক্ষ টাকা করে।সমালোচকরা অবশ্য বলছেন সে না হয় হলো  কিন্তু এত বছর সংসার টিকবে তো? তবে সবকিছু ছাপিয়ে আপাতত এই রুপকথার বিয়ের অপেক্ষায় অনুরাগীরা

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিকি- ক্যাটের বিয়ের অপেক্ষায় বলিউড, জানুন রুপকথার বিয়ের সাতসতেরো

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে বসতে চলেছে এই হাই প্রোফাইল বিয়ের আসর। কারা কারা এই ভিকি-ক্যাটের বিয়েতে আমন্ত্রিত হতে চলেছেন তা নিয়ে আপাতত জল্পনা বলিউড জুড়ে।

তবে ভিক্যাটের বিয়েতে নাকি লাল চোখ দেখাচ্ছে ওমিক্রন।তাই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায়  রেখেই নাকি কোপ পড়েছে আমন্ত্রিতের তালিকায়।

ভারতে এখনও কারও শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা না পড়লেও পরিস্থিতির কথা মাথায় রেখেই প্ল্যান করছেন ওয়েডিং প্ল্যানারটা।

ভিকি- ক্যাট চেয়েছিলেন বলিউডে নিজেদের সমস্ত সতীর্থকে আমন্ত্রণ জানাতে। কিন্তু ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই সেই ভাবনায় বদল আনতেই হচ্ছে।

রীতি মেনে জয়পুরের আনুষ্ঠানিক বিয়ের আগে মুম্বইতে আইনি বিবাহ সারবেন এই তারকা জুটি।

 

ভিক্যাট কোথায় তাঁদের নতুন সংসার পাতবেন তার  পরিকল্পনাও  ফাঁস হয়েছে ইতিমধ্যেই। জুহুতে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হবু দম্পতি তার ডিপোজিট মানিই নাকি ১ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রথম তিন বছরের ভাড়া ৮ লক্ষ টাকা করে। পরের বছর প্রতিমাস   ৮কোটি ৪০ লক্ষ টাকা করে। তার পরের বছর ৮ কোটি ৮০ লক্ষ টাকা করে।সমালোচকরা অবশ্য বলছেন সে না হয় হলো  কিন্তু এত বছর সংসার টিকবে তো? তবে সবকিছু ছাপিয়ে আপাতত এই রুপকথার বিয়ের অপেক্ষায় অনুরাগীরা