০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জেনারেল বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত ভারতের প্রথম এবং বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)। ৩০ ডিসেম্বর ২০১৯-এ, তিনি ভারতের প্রথম CDS হিসাবে নিযুক্ত হন এবং ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যভার গ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান (চিফ অব দ্যা আর্মি স্টাফ)।

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

 

২৬তম সেনাপ্রধান হিসেবে তিনি ২০১৬ এর ৩১ ডিসেম্বর জেনারেল দলবীর সিং সোহাগ এর কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর জেনারেল মনোজ মুকুন্দ নরবান বিপিনের স্থলাভিষিক্ত হয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
১৯৫৮ সালে বিপিন রাওয়াত ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবাও তাঁর মতো সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তবে সেনাপ্রধান ছিলেন না। বিপিন রাওয়াতের বাবার নাম লক্ষণ সিং রাওয়াত।

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

 

বিপিন রাওয়াতের পড়াশোনা ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে ‘ভারতীয় সামরিক অ্যাকাডেমিতে। যেখান থেকে ভালো ফলাফল করে ‘সম্মানের তরবারি’ লাভ করেছিলেন। তিনি তামিলনাড়ুর ‘প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ’ থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে ‘উচ্চতর আদেশ প্রশিক্ষণ’ লাভ করেন। এছাড়া তিনি তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন।

বিপিন রাওয়াত তাঁর বাবার মতোই ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর গোর্খা রাইফেলসে যোগ দেন। সব ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ছিল তাঁর। রাওয়াত ১০ বছর জঙ্গীবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। তিনি জম্মু-কাশ্মীর-এর উরিতে একটি কোম্পানির অধিনায়কত্ব, পূর্বাঞ্চলীয় সেক্টরের একটি পদাতিক ব্যাটেলিয়ন অধিনায়ক, রাষ্ট্রীয় রাইফেলসে (আধা-সামরিক বাহিনী) একজন ব্রিগেড অধিনায়ক, ১৯তম পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি (সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ) হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী প্রধান হওয়ার আগে তিনি ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ (উপসেনাবাহিনীপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যে পদে তিনি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জেনারেল বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত ভারতের প্রথম এবং বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)। ৩০ ডিসেম্বর ২০১৯-এ, তিনি ভারতের প্রথম CDS হিসাবে নিযুক্ত হন এবং ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যভার গ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান (চিফ অব দ্যা আর্মি স্টাফ)।

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

 

২৬তম সেনাপ্রধান হিসেবে তিনি ২০১৬ এর ৩১ ডিসেম্বর জেনারেল দলবীর সিং সোহাগ এর কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর জেনারেল মনোজ মুকুন্দ নরবান বিপিনের স্থলাভিষিক্ত হয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
১৯৫৮ সালে বিপিন রাওয়াত ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবাও তাঁর মতো সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তবে সেনাপ্রধান ছিলেন না। বিপিন রাওয়াতের বাবার নাম লক্ষণ সিং রাওয়াত।

একনজরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-এর কর্মজীবন

 

বিপিন রাওয়াতের পড়াশোনা ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে ‘ভারতীয় সামরিক অ্যাকাডেমিতে। যেখান থেকে ভালো ফলাফল করে ‘সম্মানের তরবারি’ লাভ করেছিলেন। তিনি তামিলনাড়ুর ‘প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ’ থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে ‘উচ্চতর আদেশ প্রশিক্ষণ’ লাভ করেন। এছাড়া তিনি তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন।

বিপিন রাওয়াত তাঁর বাবার মতোই ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর গোর্খা রাইফেলসে যোগ দেন। সব ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ছিল তাঁর। রাওয়াত ১০ বছর জঙ্গীবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। তিনি জম্মু-কাশ্মীর-এর উরিতে একটি কোম্পানির অধিনায়কত্ব, পূর্বাঞ্চলীয় সেক্টরের একটি পদাতিক ব্যাটেলিয়ন অধিনায়ক, রাষ্ট্রীয় রাইফেলসে (আধা-সামরিক বাহিনী) একজন ব্রিগেড অধিনায়ক, ১৯তম পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি (সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ) হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী প্রধান হওয়ার আগে তিনি ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ (উপসেনাবাহিনীপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যে পদে তিনি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ছিলেন।