১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 36

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৪৪ ইঞ্চি বরের সঙ্গে ৩৩ ইঞ্চি কন্যার বিবাহ। আসলে সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম নিলেও কোন শারিরীক জটিলতায় থমকে যায় উচ্চতা।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

স্বাভাবিক মানুষের মতোই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন তাই বেছে নিয়েছেন আল আমিন ও শাম্মি। দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত। উচ্চতায় একেবারে খর্বাকার। আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

বর ২২ বছর বয়সী আল আমিন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। আর ২০ বছর বয়সী কনে শাম্মি আক্তার ইন্দুরহাট বন্দরের সোহাগদল গ্রামের ইলেক্ট্রিক ব্যবসায়ী মো. শাহজাহানের কন্যা।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বাড়ি আমিন ও শাম্মির। উভয় পরিবারের সম্মতিতেই নতুন জীবন শুরু করেছেন তাঁরা।

নববধূকে নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান। আল আমিন ও শাম্মি আখতার জানিয়েছেন ,পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি তারা।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৪৪ ইঞ্চি বরের সঙ্গে ৩৩ ইঞ্চি কন্যার বিবাহ। আসলে সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম নিলেও কোন শারিরীক জটিলতায় থমকে যায় উচ্চতা।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

স্বাভাবিক মানুষের মতোই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন তাই বেছে নিয়েছেন আল আমিন ও শাম্মি। দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত। উচ্চতায় একেবারে খর্বাকার। আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

বর ২২ বছর বয়সী আল আমিন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। আর ২০ বছর বয়সী কনে শাম্মি আক্তার ইন্দুরহাট বন্দরের সোহাগদল গ্রামের ইলেক্ট্রিক ব্যবসায়ী মো. শাহজাহানের কন্যা।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বাড়ি আমিন ও শাম্মির। উভয় পরিবারের সম্মতিতেই নতুন জীবন শুরু করেছেন তাঁরা।

নববধূকে নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান। আল আমিন ও শাম্মি আখতার জানিয়েছেন ,পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি তারা।