০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 39

Saudi men lead camels during a beauty contest as part of the annual King Abdulaziz Camel Festival in Rumah, Saudi Arabia, on Friday. A dozen camels were banned from the competition for receiving Botox injections.

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার কথা তো শুনেছেন, তাতে বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরা অংশ নিয়ে থাকেন। কিন্তু উটের সৌন্দর্য প্রতিযোগিতা? কি থমকে গেলেন তো, হ্যাঁ তাও হয় মরু শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিবছর আয়োজন করা হয় উট সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করে হাজার হাজার উট। এদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর উটকে।জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-২০ ক্রিকেটে ইতিহাস আমিরশাহির

উটকে বেদুইন রা মনে করেন ঈশ্বরের আশীর্বাদ, তাই তাঁদের সবচেয়ে আদরের পোষ্যটিকে নিয়ে প্রতিবছর আল-ধাফরা উৎসব অনুষ্ঠিত হয়। সারা উপসাগরীয় অঞ্চল থেকে আসা ৩০ হাজারেরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও পড়ুন: ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নিয়ম বদল ইউএই-র

জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

আরও পড়ুন: রমযান: বিভিন্ন পণ্যের দামে ৫০ শতাংশ  ছাড় সংযুক্ত আরব আমিরশাহী

ক্যামেল বিউটি পেজেন্ট নামক এই উৎসবের মূল আকর্ষণ হলো উটের সৌন্দর্য বিবেচনা করা। তবে কীভাবে উটের সৌন্দর্য বিচার করা হয়?

উটের মালিক ও আল-ধাফরা আয়োজক কমিটির সদস্যদের কথায়, ‘বিচারকরা বড় মাথা, চওড়া ঘাড়, শক্ত কান, চওড়া গালে উট খুঁজে বের করেন।’
এক্ষেত্রে উটের শরীর লম্বা হতে হবে, কুঁজ ও পিঠ বড় হতে হবে। একইসঙ্গে উটের রং ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ।’

প্রতিযোগিতায় দুই প্রজাতির উট অংশ নেয় প্রতিযোগিতা দুটি পর্যায়ে পরিচালিত হয়। একটি হালকা রঙের আসায়েল জাতের জন্য ও অন্যটি কালো চামড়ার মাজাহিমের জন্য।

সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী উটের মালিক পান ৩০ হাজার দিরহাম এবং একটি বিলাসবহুল গাড়ি।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার কথা তো শুনেছেন, তাতে বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরা অংশ নিয়ে থাকেন। কিন্তু উটের সৌন্দর্য প্রতিযোগিতা? কি থমকে গেলেন তো, হ্যাঁ তাও হয় মরু শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিবছর আয়োজন করা হয় উট সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করে হাজার হাজার উট। এদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর উটকে।জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-২০ ক্রিকেটে ইতিহাস আমিরশাহির

উটকে বেদুইন রা মনে করেন ঈশ্বরের আশীর্বাদ, তাই তাঁদের সবচেয়ে আদরের পোষ্যটিকে নিয়ে প্রতিবছর আল-ধাফরা উৎসব অনুষ্ঠিত হয়। সারা উপসাগরীয় অঞ্চল থেকে আসা ৩০ হাজারেরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও পড়ুন: ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নিয়ম বদল ইউএই-র

জানেন কোন দেশে হয় উটের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা!

আরও পড়ুন: রমযান: বিভিন্ন পণ্যের দামে ৫০ শতাংশ  ছাড় সংযুক্ত আরব আমিরশাহী

ক্যামেল বিউটি পেজেন্ট নামক এই উৎসবের মূল আকর্ষণ হলো উটের সৌন্দর্য বিবেচনা করা। তবে কীভাবে উটের সৌন্দর্য বিচার করা হয়?

উটের মালিক ও আল-ধাফরা আয়োজক কমিটির সদস্যদের কথায়, ‘বিচারকরা বড় মাথা, চওড়া ঘাড়, শক্ত কান, চওড়া গালে উট খুঁজে বের করেন।’
এক্ষেত্রে উটের শরীর লম্বা হতে হবে, কুঁজ ও পিঠ বড় হতে হবে। একইসঙ্গে উটের রং ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ।’

প্রতিযোগিতায় দুই প্রজাতির উট অংশ নেয় প্রতিযোগিতা দুটি পর্যায়ে পরিচালিত হয়। একটি হালকা রঙের আসায়েল জাতের জন্য ও অন্যটি কালো চামড়ার মাজাহিমের জন্য।

সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী উটের মালিক পান ৩০ হাজার দিরহাম এবং একটি বিলাসবহুল গাড়ি।